Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষনকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


দিনাজপুর ফুলবাড়ীতে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে প্রতিবন্ধি শিশুকে ধর্ষন ও সালিশের নামে ঘটনাকে ধামাচাপ প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন করে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। 

জানা যায়, বুধবার (৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর আবাসন এলাকায় চতুর্থ শ্রেণির (১১) এক প্রতিবন্ধী শিশুর ধর্ষণের মূল্য ১৪ হাজার টাকা নির্ধারণ করে শালিসের মাধ্যমে ঘটনাটি রফাদফার করে ধর্ষনকারীকে বাঁচিয়ে দেওয়ার অভিযোগ এনে গত (১১ জুলাই) বৃহস্পতিবার ধর্ষিতার মা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলার ৯দিন পেরিয়ে গেলেও ২জন আসামী ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে ফুলবাড়ী সচেতন নাগরিক সমাজ আসামীদের আটক করে যথাযথ শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত করে।

মানবনন্ধন সচেতন নাগরিক সামাজ এর সদস্য আলআমিনের সঞ্চালনায় সভাপতি আরিফ খান জয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাংবাদিক ইমন রেজা প্রমূখ। মানবন্ধনে সংগঠনের সকল নেতৃবৃন্দ,সদস্য ও এলাকার শুধিজন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview