Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় স্বেচ্ছাশ্রমের ড্রেন খনন শুরু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০৯:৩২ PM
আপডেট: ১৮ জুলাই ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জের তিয়াইল গ্রামে গত ২৫ বছর যাবৎ ২ শত পরিবার সামান্য বৃষ্টির পানি হলেই পানিবন্দী হয়ে পড়ে। কিন্তু গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে গ্রামের ওই সব পরিবারের লোকজন পুনরায় পানিবন্দী হয়ে পরেন। এভাবে তারা দিনের পর দিন পানিবন্দী হয়ে সর্বশান্ত হচ্ছে। এ থেকে মুক্তি পাবার জন্য ওই এলাকার সর্বস্তরের জনগণ অবশেষে তিয়াইল গাবুরগাড়ি মাঠে ড্রেন নির্মাণ কাজ করার সিদ্ধান্ত নেয়। 

বুধবার (১৭ জুলাই) ওই গ্রামের তিয়াইল গাবুরগাড়ি মাঠে দেড় কিলোমিটার লম্বা ও ১০ ফিট চওড়া ড্রেন খনন কাজ গ্রামের জনসাধারন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ শুরু করেন। সেচ্ছাশ্রমের ড্রেন খনন কাজের সহযোগিতা করেন আটমূল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রায়হান আলী, সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন ও নুরুল ইসলাম সহ গ্রামের সমাজ সেবক এনামুল হক, কলি মদ্দিন, মোফাজ্জল হোসেন, মোস্তাফিজার রহমান, কছিমদ্দিন সহ এলাকার আরো জনসাধারন।

এ ব্যাপারে ইউপি সদস্য রায়হান আলী বলেন, আমরা গ্রামে বসবাস করি, আমরা অবহেলিত আমাদের দেখার কেউ নেই। বৃষ্টি হলেই গত ২৫ বছর যাবৎ তিয়াইল গ্রামের ২ শত পরিবার পানিবন্দী হয়ে পরি।

তিনি বলেন, দেড় কিলোমিটার ড্রেন খনন হবে সম্পূর্ন সরকারি জায়গার উপর।

সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন ও নুরুল ইসলাম বলেন, খনন কাজ শুরু হয়েছে সম্পূর্ন সরকারি জয়গার উপর এই জায়গাটি খাস হিসাবে সব মানুষের পরিচিত জায়গা।

তারা আরো বলেন, পানিবন্দীর কারণে এই গ্রামের জনসাধারন প্রায় ২ শত বিঘা জমির ফসল প্রতি বছর বন্যায় পানিতে নষ্ট হয়ে যায়। পাশাপশি গ্রামের ২০টি পুকুরের পানিতে তলিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ বের হয়ে যায়।

এমনকি মাটির তৈরি কাঁচা বাড়ি ভেঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়। এর ফলে ঐ গ্রামের মানুষ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।

এ ব্যাপারে আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যামে ড্রেন খনন কাজে সহযোগিত থাকবে। কিন্তু কোন কৃষকের জমির ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Bootstrap Image Preview