Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সাংবাদিকদের নিয়ে জেলা মৎস্য দফতর মিলনায়তনে আজ বেলা ১২ টার দিকে মতবিনিময় সভার আয়োজন করে। 

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যদেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকী।

সভায় জেলা মৎস্য বিভাগের বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরেন সিনিয়র সহকারী পরিচালক সরদার মহিউদ্দীন।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক রতন কুমার খাঁ, কোষাধ্যক্ষ মাশরেকুল আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মৎস সপ্তাহ উপলক্ষে গৃহিত কর্মসূচিগুলো সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, মৎস্য চাষ সম্প্রসারণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষে স্থানীয় জন প্রতিনিধির, মৎস্য চাষী, মৎস্যজীবি বিক্রেতাসহ অন্যান্যদের অংশগ্রহনে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদেরকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রমাণ্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা, স্কুল শিক্ষার্থীদের নিয়ে মৎস্য বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা এবং হাটবাজারে জনবহুল স্থানে মৎস্য চাষে উব্দুদ্ধকরণ সভাও ভিডিও প্রমান্য চিত্র প্রদর্শন।

এছাড়াও ১৯ থেকে ২১ জুলাই ৩ দিন ব্যাপী জেলা মৎস্য দফতর প্রাঙ্গনে মৎস্য মেলা অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview