Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে রাস্তা ভেঙ্গে যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ১০:০৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিরাজগঞ্জের চৌহালী উপজেলার টাঙ্গাইলের নাগরপুর থেকে চৌহালী সংযোগ সড়কের পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসা এলাকায় মূল রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

কয়েক দিনের টানা ভারি বর্ষনে এ খানাখন্দের সৃষ্টি হয়েছে । এ অবস্থায় সড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণ ও পরিবহন চালক-শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, কয়েক দিনের টানা ভারি বর্ষনে রাস্তাটি ভেঙ্গে যওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মতো ছোট যানবাহন চলাচল করছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ঝুঁকি নিয়ে চলাচলকারীরা।

স্থানীয়রা জানায়, ইতিমধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন আক্তার উক্ত ভাঙ্গা রাস্তা পরিদর্ষণে এসে মেরামতের আশ্বাস দিয়েছেন৷

উপজেলা এলজিইডি'র উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি ভাঙ্গা রাস্তাটি দেখতে গিয়েছিলাম, খুব তারাতারি মেরামতের ব্যবস্থা করা হবে৷

Bootstrap Image Preview