Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এরশাদের কবর উন্মুক্ত স্থানে দেওয়ার জন্য কর্মীদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০৬:৫৭ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


সাবেক রাষ্ট্রপ‌তি ও সেনাপ্রধান এইচ এম এরশা‌দের কবর ঢাকার কোন উম্মুক্তস্থানে দেয়ার জন্য বি‌ক্ষোভ ক‌রে‌ছেন দ‌লের নেতাকর্মীরা। রোববার বেলা আড়াইটার দি‌কে এরশা‌দের বনানী কার্যাল‌য়ে নেতাকর্মীরা বি‌ক্ষোভ করেন।

উন্মুক্ত স্থানে কবর দেয়ার দা‌বি জানিয়ে দ‌লের প্রে‌সি‌ডিয়াম সদস্য আজম খান ব‌লেন, প্রিয় নেতাকে হারি‌য়ে আমরা শোকাহত। আমা‌দের নেতা এরশা‌দকে ঢাকার যে কোন স্থা‌নে দাফন করা হোক, এটা আমাদের কর্মী‌দের দা‌বি। ‌তা‌কে নি‌য়ে নেতাকর্মী‌দের যে আ‌বেগ তার মূল্যায়ন কর‌তে হ‌বে। বিষয়টি নি‌য়ে জিএম কা‌দের ও মহাস‌চিবের সঙ্গে কথা হ‌বে ব‌লেও জানান তিনি।

এসময় দ‌লের প্রে‌সি‌ডিয়াম সদস্য আ‌তিকুর রহমান, প্রে‌সি‌ডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, আব্দুল হা‌মিদ খান ভাসানী, হাসান ইফ‌তিখার, মিজানুর রহমান মিরুসহ নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

প্রসঙ্গত, এরশাদ‌কে রাষ্ট্রীয়ভা‌বে সেনা তত্বাবধা‌নে সাম‌রিক কবরস্থা‌নে এরশাদ‌কে দাফন করার কথা র‌য়ে‌ছে।

Bootstrap Image Preview