Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটকীয় কায়দায় সাবমেরিনে থাকা মাদক পাচারকারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০১:২১ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview


নাটকীয় কায়দায় স্পিডবোটে করে সাবমেরিন ধাওয়া করে পাচারকারীদের হাতে-নাতে ধরলেন উপকূলরক্ষীরা। সাবমেরিনের ভিতর থেকে জব্দ করা হল প্রায় ১৭০০ কোটি টাকার কোকেন। ঘটনাটি কলম্বিয়া ও ইকুয়েডর উপকূলের প্রায় ১০০ মাইল দূরের প্রশান্ত মহাসাগরে।

মাদক পাচারকারীদের রুখতে এই অংশে নজরদারি চালায় মার্কিন উপকূলরক্ষী বাহিনী। ১৮ জুন প্রশান্ত মহাসাগরের এই অংশে দিয়ে সাবমেরিনে মাদক পাচার হতে পারে, এমন খবর ছিল উপকূলরক্ষীদের কাছে। সেই মতো হেলিকপ্টার ও ছোট স্পিডবোটে করে নজরদারি চালানো হচ্ছিল নজরদারি। হঠাৎই তিমি মাছের মতো দেখতে সাবমেরিন চোখে পড়ে তাদের। দ্রুতই বোট ও হেলিকপ্টারে করে সাবমেরিনটিকে ধাওয়া করেন উপকূলরক্ষীরা। খুব কাছে পৌঁছে ফিল্মি কায়দায় উপকূলরক্ষীরা লাফ দিয়ে নামেন চলন্ত সাবমেরিনের মাথায়। তারপর হ্যাচ খুলে আটক করেন পাচারকারীদের। গোটা ঘটনাটিই ধরা পরে উপকূলরক্ষীদের ক্যামেরায়। লোমহর্ষক সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দাবি, ৪০ ফুট লম্বা সাবমেরিনের ভিতর থেকে পাওয়া গেছে প্রায় ৭,৭১১ কেজি কোকেন। মাদকের বাজারে যার মূল্য প্রায় ১৭০০ কোটি টাকা।

তবে, সাবমেরিনে মাদক পাচার নতুন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্রের কোকেনের ১১% পাচার হয় সাবমেরিনে। মাদক পাচারের উদ্দেশেই এই সাবমেরিনগুলো তৈরি করে পাচারকারীরা। দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে ছোটোখাটো কারখানায় বানানো হয় এই সাবমেরিনগুলো। উপকূলরক্ষীদের ভাষায় এগুলোকে নার্কো-সাব বলা হয়। তবে, সমুদ্রের বেশি গভীরে যেতে পারে না এই সাবমেরিনগুলো।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন-

Bootstrap Image Preview