Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাবার চুরির জন্য বাড়ির গেটে গুইসাপের উঁকিঝুঁকি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হঠাৎ করে বাড়ি ঢোকার মুখে কুকুরের চিৎকার শুনে থমকে যান মালয়েশিয়ার নাগরিক লং চার্ন ই। কিছু বুঝে উঠতে না পেরে কিছু দূর এগিয়ে বাড়ির গেটের দিকে যান তিনি। সেখানে গিয়ে গেটের সাথে ঝুলে থাকতে দেখেন দৈত্যাকারের এক গুইসাপকে। 

বিশালাকার গুইসাপটিকে দেখে তিনি সেটাকে না তাড়িয়ে কিছুক্ষণ তার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেটির সাথে সেলফিও তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে লং সরীসৃপটির সাথে তোলা সেলফি দিয়ে সেখানে বলেন, গেটে ঝুলতে দেখে খুশি হয়নি এলাকার কুকুরগুলো। তাই তাকে গেট থেকে টেনে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা করে তারা। কিন্তু সরীসৃপটা আরও উপরে উঠে যাওয়ায় তা সম্ভব হয়নি। কুকুরগুলোকে পাত্তা না দিয়ে নিজের কাজেই মগ্ন ছিল সে। মনে হচ্ছিল অনেক ক্ষুদার্ত সে। খাবার চুরির উদ্দেশ্যেই গুইসাপটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে বলে মনে করেন লং। 

বৃহৎ আকার ঐ গুইসাপটি কী কারণে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঘুরতে বেরিয়েছিল তা জানা যায়নি।

স্থানীয়রা বলছেন, এরা খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে মাঝে মাঝেই জনবসতি এলাকায় চলে আসে। তারপর বাড়ির আবর্জনা ফেলার জায়গায় আশ্রয় নেয়। খাবার নিয়ে আবার জঙ্গলে ফিরে যায়। 

মালয়েশিয়ার কৃষি উন্নয়ন ও সমবায় কমিটি বলছে, এই ছবিটি বন বিভাগ, জাতীয় পার্ক ও এই সংক্রান্ত এজেন্সিকে দেখানো হয়েছে। কিন্তু তারা কোনও তথ্য এখনো দিতে পারেননি।

কয়েক দশক আগে কুয়ালালামপুর থেকে ১০০ কিলোমিটার দূরে মেলাকা নদী সংলগ্ন জঙ্গলে মনিটর লিজার্ড বা ওই দৈত্যাকৃতির সরীসৃপের দেখা পাওয়া যেত। কিন্তু এখন এটা বিরল প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে।

Bootstrap Image Preview