Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রখ্যাত সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর মারা গেছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


প্রখ্যাত সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর গেণ্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর। তিনি জানান, বুধবার সকাল ৮টার কিছু পরে শান্তিনগরে নিজ বাসভবনে মরদেহ নিয়ে আসা হয়েছে। এখানে কিছুক্ষণ রাখা হবে বাবার মরদেহ।

এর পর বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শান্তিনগরের চামেলিবাগ জামে মসজিদে। জানাজা শেষে তার লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দাফন করা হবে বলেও জানান অপূর্ব জাহাঙ্গীর।

দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসেসে (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর। গত সোমবার বেলা ১১টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হন। এ ছাড়া সাংস্কৃতিক পরিমন্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আর্ন্তজাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

Bootstrap Image Preview