Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউপি মেম্বারের ভাতা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview


কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি মেম্বারের ভাতার টাকা আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

সূত্র জানায়, উপজেলার ১৪নং আলকরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন ২১ মাস ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ও ৭নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ১৮ মাস ধরে বিদেশে অবস্থান করার সময় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল মেম্বারদের স্বাক্ষর জাল করে ভাতা উত্তোলন করে নেন। 

পরবর্তীতে  তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজ আবেদীন বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ এর উত্তর সন্তোষজনক না হওয়ায় তিনি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অবহিত করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি শাখা ৭ জুলাই এক পরিপত্রের মাধ্যমে চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে বরখাস্ত করেন। 

Bootstrap Image Preview