Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২১ | ৭ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

এবার বাজারে আসছে ই-সিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বর্তমান এই প্রযুক্তির যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন প্রযুক্তি পণ্যের সাথে সাথে বদলে যাচ্ছে সিমের আকার ও গঠন প্রকৃতি। আর এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার তৈরি করা হচ্ছে ই-সিম। ই-সিম হল ইলেকট্রনিক-সাবসক্রাইবার আইডেনটিটি মডিউল। এই ই-সিম আকারে যে কোনো সাধারণ সিম কার্ডের চেয়ে দশ গুণ ছোট।

এই সিম অন্য সিমের মত ফোনে ভরা হয় না বরং যখন ফোন তৈরি করা হয় তখন এক‌ই সঙ্গে এই সিম‌ও ফোনের ভেতরে স্থায়ীভাবে বসিয়ে দেয়া হয়। ফলে একে ফোনের বাইরে বের করা সম্ভব নয়।

ই-সিমকে ফোনের হার্ডওয়্যারের‌ই একটি অংশ হিসেবে ধরা হয় এবং অপারেটর প্রোফাইল ডাউনলোড না করা পর্যন্ত এটি অ্যাক্টিভেট হবে না। এতদিন পর্যন্ত আইফোনে অ্যাপেল স্মার্ট‌ওয়াচ‌ কানেক্ট করার জন্য ব্লুটুথ ব‍্যবহার করা হত, কিন্তু এখন ই-সিমের সহযোগিতায় স্মার্ট‌ওয়াচ, ফিটনেস ব‍্যান্ড বা যে কোনো ওয়‍্যারেবল ডিভাইস সরাসরি মোবাইল নেটওয়ার্ক ব‍্যবহার করে ফোনে কানেক্ট করা যাবে।

ই-সিম ব্যবহার করে আপনি পেতে পারেন নানা ধরনের সুযোগ- সুবিধা। বিশ্বে মোট ১৪টি নেটওয়ার্ক ই-সিম ফিচার সাপোর্ট করে। এর ফলে আপনি যখন কোনো দেশে ভ্রমণ করবেন তখন আর আপনাকে কোনো ধরনের টুরিস্ট সিম কার্ড কিনতে হবে না। বিশ্বের যেকোনো স্থানে গিয়েই এই ই-সিম কার্ড সহজেই ব্যবহার করা যাবে।

Bootstrap Image Preview