Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খুঁজে পাওয়া যাচ্ছে না তামিমের ফেসবুক পেজ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


হয়তো বাংলাদেশ সেমিফাইনেল গেলে এমন পরিস্থিতির স্বীকার হতেন না তামিম ইকবাল। বিশ্বকাপে ধারাবাহিক পারফম্যান্স না করায় সমালোচনার মুখে দেশ সেরা এই ওপেনিং ব্যাটসম্যান।

চলতি মাসের ২ তারিখে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় রোহিত শর্মার একটি ক্যাচ ফেলিয়ে দেন তামিম। ক্যাচ মিসের পর রোহিত সেঞ্চুরি করে। তার সেঞ্চুরিতে ৩১৪ রান করতে সক্ষম হয় ভারত। 

৩১৫ রান তাড়া করতে নেমে ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের শিকার হচ্ছিলেন তামিম ইকবাল। নিজেদের টাইমলাইনের পাশাপাশি তামিমের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটারেও বাজে মন্তব্য করতে দেখা যায়।

বাদ যায়নি দেশসেরা এ ব্যাটসম্যানের পরিবারও। তামিমের ইনস্টাগ্রামে পোস্ট করা তার ছেলে আরহাম ইকবালের ভিডিওতেও বাজে মন্তব্য করতে দেখা গেছে অনেককে।

এতকিছুর মধ্যে এবার তামিমের অফিসিয়াল ফেসবুক পেজটিই আর পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন তামিমের পেজটি রিপোর্ট করে বন্ধ করে দেয়া হয়েছে। অনেকেই লিখলেন প্রচণ্ড বাজে মন্তব্য আশায় পেজটি আপাতত বন্ধ রাখা হতে পারে।

Bootstrap Image Preview