Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পরে মাছ ধরার তিনটি ট্রলার ডুবে দুইজন জেলে নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছে আরও তিনজন জেলে।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে পৃথকভাবে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সেলিম মাঝির একটি ফিশিং ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে যায়। শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এতে মো.হাসান(১৭) ও মো.মিজান(২৫) নামের দুই জেলে নিহত হয়।

এদিকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মিজান ফকিরের মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারটি গভীর রাতে বঙ্গোপসাগরে প্রচন্ড ঢেউয়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৪ জেলে পানিতে ডুবে যায়।

পরে ভারতীয় একটি ট্রলারের সহায়তায় ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই ট্রলারের দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

অপরদিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোহরাব প্যাদার একটি ফিশিং ট্রলার ১৩ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ডুবে গেছে। এর মধ্যে ১২জন উদ্ধার হয়েছে। বাকি একজন নিখোঁজ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, তিনটি ট্রলার ডুবির তথ্য আমাদের কাছে এসেছে। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

Bootstrap Image Preview