Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মান্দায় উঠান বৈঠক অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview


নওগাঁর মান্দা উপজেলার শামুকখোল গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই ) বেলা ১১টায়  নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারীনির্যাতন প্রতিরোধে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রিসোর্স পার্সন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুসফিকুর রহমান।

গ্রামীন জনগোষ্ঠী মহিলাদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জেন্ডার, আইন, ই-কমার্স ও ই-লার্নিং প্রশিক্ষন, এবং ডিজিটাল সেবা সমূহ বিষয়ে সচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত এ বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, তথ্য সেবা কর্মকর্তা সিরাজুম মুনিরা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী শারমিন আখতার, রোখসানা পারভীন এবং অংশগ্রহনকারী প্রায় ৫০জন নারী।

Bootstrap Image Preview