Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইয়ের যাবজ্জীবন 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৭:০৭ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


নাটোরে দশ বছর বয়সের শিশু শালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে অভিযুক্ত দুলাভাই সোহাগ হোসেন (৩৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (৩ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাইনুল হক এই রায় প্রদান প্রদান করেন।

সাজাপ্রাপ্ত সোহাগ হোসেন নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার খলিলুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ জুলাই সোহাগ হোসেন তার শশুর বাড়ী শহরতলির বৈদ্যবেল ঘরিয়া গ্রামের মমিন হোসেনের বাড়িতে যায়। এরপর শালিকা ৫ম শ্রেনীর ছাত্রী মৌমিতাকে বেড়ানোর কথা বলে কৌশলে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধষর্ণ করার পর শ্বাসরোধ করে হত্যা করে।

এ বিষয়ে খলিলুর রহমান বাদি  হয়ে জামাই সোহাগ হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পুলিশ চার্জশীট প্রদানের পর স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Bootstrap Image Preview