Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধা নুরুল আমিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


সিলেটের ছাতক উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (১ জুলাই) বিকেল ৪ টায় চৌকা গ্রামের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

রবিবার (৩০ জুন) দিবাগত রাত ১১টায় চৌকা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযা পূর্ব আলোচনাসভায় মরহুম নুরুল আমিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, জাতীয় পার্টি নেতা আ ন ম ওহিদ কনা মিয়া, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বিলাল আহমদ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা ফজলুর রহমান, মরহুমের পুত্র জাকারিয়া আমিন জিকু প্রমখ।

জানাযার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল ও কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, চান মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, মুরাদ হোসেন, আখলাকুর রহমান, আবুল হাসনাত, কাজি আনোয়ার মিয়া, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, আরজক আলী, নিজাম উদ্দিন, সুন্দর আলী, আব্দুল খালিক, নুরুল ইসলাম, ফজর উদ্দিন, আফজাল আবেদিন আবুল, জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, আব্দুল খালিক, সিরাজুল হক, সাজ্জাদুর রহমান, আরশ আলী খান ভাসানী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি এম রশিদ আহমদ, অ্যাডভোকেট আশিক আলী, অ্যাডভোকেট শামছুর রহমান, অ্যাডভোকেট সায়াদুর রহমান, অ্যাডভোকেট মাসুম আহমদ, অ্যাডভোকেট জমির উদ্দিন, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট আলা উদ্দিন, আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, ছাব্বির আহমদ, মাফিজ আলী, আবুল হাসনাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উবায়দুর রউফ বাবলু, সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন,যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আল মামুন, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আব্দুল গফফার, লোকমান আহমদ, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, উবায়দুল হক, মাহবুব আলম, আব্দুল হাসিব মুন্না, সদস্য হাবিবুর রহমান বাবলু, সায়েস্তা তালুকদার রবি, ছাতক দক্ষিন উপজেলা তালামীযের সাবেক সাধারন সম্পাদক হাসান আহমদ প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview