Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাড়ির আঙ্গিনা থেকে বেরিয়ে এলো ৪৩টি গোখরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বাড়ির আঙ্গিনা থেকে ৪৩টি গোখরা সাপ লাঠি দিয়ে পিটিয়ে ও সড়কি দিয়ে খুঁচিয়ে মারার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ জুন) বিকালে নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলার মধ্যপাড়ায় সৈয়দ মিজান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে মিজান আলীজানা যায়, শনিবার বিকালে তার বাড়ির উঠানে বিড়াল গোখরা সাপের একটি বাচ্চা মেরে ফেলে রাখে। গোখরা সাপের বাচ্চাটি দেখে বাড়ির আশেপাশে আরও সাপ থাকার আশঙ্কা করেন তারা। পরবর্তীতে, ঘরের সঙ্গে লাগোয়া একটি উঁচু মাটির ঢিবি খোঁড়েন তারা। সেখান থেকে প্রথম অবস্থায় তিন-চারটি গোখরা সাপের বাচ্চা বের হয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটির ঢিবি থেকে গোখরা সাপের বাচ্চা বের হওয়ার খবর পেয়ে প্রতিবেশী ও স্থানীয়রা গিয়ে খুঁড়তে থাকলে একটি বড় গোখরাসহ মোট ৪৩টি বাচ্চা সাপ বের হয়ে আসে। পরে সব ক’টি সাপ লাটি দিয়ে পিটিয়ে ও সড়কি দিয়ে খুঁচিয়ে মারা হয়।

এ বিষয়ে নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ওই দিন বিকেলে মাটির ঢিবি থেকে সাপ বেরিয়ে আসার খবর পেয়ে স্থানীয়রা গিয়ে গোখরা সাপগুলোকে মেরে ফেলেন। এ ঘটনায় সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

অপরদিকে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকারম হোসেন বলেন, এতগুলো সাপ পিটিয়ে মারার কোন খবর তাদের কেউ দেয়নি।

Bootstrap Image Preview