Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের জম্মু ও কাশ্মীরে যাত্রীবাহী মিনিবাস পাহাড় থেকে খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ২২ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সোমবার (১ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে কিশতোয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। ৪৫ জন যাত্রী নিয়ে মিনিবাসটি কেশওয়ান থেকে কিশতোয়ারে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড় থেকে নিচে খাদে পড়ে যায়।

যাত্রীরা বলেন, একটি যাত্রীবাহী বাস কেশওয়ান থেকে কিশতোয়ারের দিকে যাচ্ছিল। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। শ্রীগওয়ারি এলাকা থেকে মিনিবাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। যারফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ জনের।


জম্মু পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এম কে সিনহা বলেন, কিশতোয়ার জেলার সিরগওয়ারি নামক স্থানে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় মর্মাহত হয়েছি। যারা জীবন হারিয়েছে, তাদের ও পরিবারের প্রতি সহমর্মিতা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা।

 

 

Bootstrap Image Preview