Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ইউপি সদস্যসহ আটক ৬

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাটোরের বড়াইগ্রামে মাদক বিক্রি ও সেবনের দায়ে ইউপি সদস্যসহ ৬জনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (৩০ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জোয়াড়ি রামাগাড়ী গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় ইউপি সদস্য ও রামাগাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫) সহ ৫ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।

আটককৃত অন্যেরা হলেন, একই গ্রামের চাঁদ প্রামানিকের ছেলে ডাবলু মোল্লা (৪৫), কাটাশকুল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৪৭), আবুল বাশারের ছেলে রঞ্জু আহম্মেদ (৩৬), বনপাড়া হালদারপাড়ার সিরাজ গাজীর ছেলে আল-আমিন (৩০)।

এছাড়া বড়াইগ্রাম থানা পুলিশ রবিবার রাতে মৌখাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী জিন্না আলী (৩৫) আটক করেছে। তার বাড়ি গুরুদাসপুর উপজেলায়।

এই বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview