Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় বিতর্কিত চিকিৎসক গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ১০:৪৮ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ১০:৪৮ PM

bdmorning Image Preview


বিতর্কিত চিকিৎসক মাসুদুল হকের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ মাগুরাবাসী। 

ররিবার (৩০ জুন) মানবন্ধনে মাসুদুল হকের অপচিকিৎসার শিকার হয়ে মৃত্যুবরণকারী গৃহবধু মিতু রানী, কাজল বিশ্বাস, সালমা বেগমসহ বিভিন্ন ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে মাগুরার চক্ষু চিকিৎসক বালুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ কুমার, সনি ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা মাসুদুল হকের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

বক্তাদের অভিযোগ, মাসুদুল হক নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ মাগুরায় অস্ত্রোপচারসহ নানা চিকিৎসা তৎপরতা চালাচ্ছে। সে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী হিসেবে পরিচয় দেয়ার পাশাপাশি পিজিটি, সিডিডি সার্জন এ ধরণের যোগ্যতার কথা উল্লেখ করেছেন।

সে আসলে এইচএসসি পাশ। পরে ১৫ বছর রাশিয়ায় থেকে একটি ডিপ্লোমা সনদ জোগাড় করেছে। দেশে ফিরে এমবিবিএস ডাক্তার পরিচয়ে অস্ত্রোপচারসহ নানা প্রকার চিকিৎসা শুরু করে। তার ভুল অস্ত্রোপচারে মিতু রানী, কাজল বিশ্বাস, সালমা বেগমসহ কয়েকজন রোগী মারা গেছে। অনেকে জটিল অসুস্থতায় ভুগছে।

স্বাস্থ্যবিভাগ তার চিকিৎসা কার্যক্রম স্থগিত করেছেন। তার নামে ইতিমধ্যে ৫ টি মামলা হয়েছে। কিন্তু সে গ্রেফতার হয়নি। বরং আত্মগোপনে থেকে মুসুদুল হক মাগুরা শহরের হাসপাতালপাড়ায় জাহান নামে থাকা তার ক্লিনিকে নানা কৌশলে এখনো অপচিকিৎসা বহাল রেখেছে। অবিলম্বে এটি বন্ধ না হলে আরো অনেকের মৃত্যু ও দুর্ভোগ তৈরি হবে।

Bootstrap Image Preview