Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংকের লেনদেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview


প্রতিবছর জুলাই মাসের ১ তারিখ ব্যাংক হলিডে পালন করা হয়ে থাকে। চলতি বছরও নিয়মানুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম দিন এই হলিডে পালন করা হবে। আর এই উপলক্ষে এদিন ১ জুলাই (সোমবার) ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

শুধু ব্যাংকই নয়, শেয়ারবাজারে সব ধরনের লেনদেনও এদিন বন্ধ থাকবে। তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

নিয়মানুযায়ী, প্রতিবছর ৩০ জুন ব্যাংকগুলোর ছয়মাসের আর্থিক হিসাব শেষ করে। এদিন সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স-শিট প্রস্তুত করে থাকে। আর এই হিসাব বিবরণী প্রস্তুত কর‍ার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

এছাড়া ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। সেদিন ব্যাংকগুলোতে পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। এজন্য বাংলাদেশ ব্যাংক বছরের এই দুদিনকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ছুটি নির্ধারণ করে দিয়েছে।

Bootstrap Image Preview