Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলের জাতীয় উদ্যানে বীজ ও চারা রোপন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ১০:২০ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন ধরণের গাছের চারা ও বীজ রোপন করা হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) বিকেলে সাংস্কৃতিক সংগঠন বনফুল থিয়েটার, শ্রীমঙ্গল থিয়েটার, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য সামাজিক সংগঠন ও পরিবেশবাদীদের সমন্বয়ে লাউয়াছড়া বনে বিভিন্ন ধরনের বীজ ও বিভিন্ন ধরণের গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থিয়েটারের সদস্য সচিব কামরুল হাসান দোলন, কোষাধ্যক্ষ রূপক দত্ত,মোঃ মোশাহিদ আহমদ, কাজী আসমা,বনফুল থিয়েটারের প্রতিষ্ঠাকলিন সভাপতি কাজী কামরুল বকস্ বাবুল, মোঃ মিলন,রাজ কুমার গৌড়,মিথুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল থিয়েটারের সদস্য সচিব কামরুল হাসান দোলন বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে এ ধরণের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

শ্রীমঙ্গল থিয়েটারের কোষাধ্যক্ষ রূপক দত্ত বলেন, আমরা সকলে মিলে এ বনকে রক্ষার চেষ্টা করে যাচ্ছি। এভাবে বৃক্ষ রোপন করে অতীতের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি।

Bootstrap Image Preview