Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের ‘গুপ্তচর’ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ করেছে দেশটি।

শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও স্পুটনিক।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী গোলামহোসেন দেহগনি ইরানি সংবাদ সংস্থাটিকে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র আবার আকাশসীমা লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেয়ার অধিকার আছে ইরানের।

এর আগে গত ২০ জুন ইরান জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে হুরমুজগান প্রদেশে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি ‘গুপ্তচর’ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমায় থাকাকালে ড্রোনটিকে ভূপাতিত করেছে ইরান।

ভূপাতিত করা ড্রোনটি ছিল আরকিউ-ফোর গ্লোবাল হক। ড্রোনটি ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় ধরে উড়তে পারে।

ড্রোনটির প্রতিষ্ঠাতা কোম্পানি নর্থরোপ গ্রানম্যানের মতে, বিশাল এলাকার আবহাওয়া প্রতিবেদনসহ খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে উচ্চ রেজোল্যুশনের ছবি তুলতে সক্ষম এই ড্রোন।

যুক্তরাষ্ট্রের ড্রোনটি ইরান ভূপাতিত করার পর দেশটির সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেন সালামি বলেন, এটি ওয়াশিংটনের উদ্দেশে তেহরানের একটি ‘স্পষ্ট বার্তা’।

এরপর ইরানে সামরিক হামলার ঘোষণা দিয়েও বাতিল করেন ট্রাম্প। শেষমেশ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

Bootstrap Image Preview