Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শনিবার খোলা থাকছে সকল ব্যাংক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়ার সুবিধার্থে শনিবার (২৯ জুন) বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার জন্য চেক চালান, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকল বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শনিবার খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলেও সার্কুলারে নির্দেশনা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview