Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

একদিন পিছিয়ে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে ১৪তম স্প্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নির্মানাধীন পদ্মা সেতুতে এবার বসতে যাচ্ছে ১৪তম স্প্যান। বৃহস্পতিবার (২৭ জুন) পদ্মা সেতুতে ১৪তম স্প্যানটি স্থাপনের কথা থাকলেও বৈরী আবহাওয়া ও পলি জমির কারণে তা বসানো সম্ভব হয়নি।

শুক্রবার (২৮ জুন) আবহাওয়া অনুকূলে থাকলে ড্রেজিং করে পুনরায় ১৪তম স্প্যানটি স্থাপন করার চেষ্টা করা হবে। পরিবেশ অনুকূল থাকলে এবং স্প্যানটি যথাস্থানে বসাতে পারলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ২ হাজার ১০০ মিটার।

এ বিষয়ে দায়িত্বে থাকা সূত্রের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ১৪তম স্প্যানটি নিয়ে মাওয়ার ইয়ার্ড থেকে রওয়ানা হওয়ার কথা ছিল ভাসমান ক্রেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি থাকায় সেটি যথা সময়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

পরবর্তীতে, স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হলেও নদীর তলদেশে ৩০ থেকে ৪৫ মিটার পলি জমি থাকায় ক্রেনটিকে আর এগিয়ে নেয়া সম্ভব হয়নি।

ফলে শুক্রবার ড্রেজিং করে পলি সরিয়ে পুনরায় স্প্যানটিকে ১৫ ও ১৬ নম্বর পিলারের ওপর বসানোর চেষ্টা করা হবে।

Bootstrap Image Preview