Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৯:১৬ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করে।

অপরদিকে একই ভেন্যূতে বঙ্গমাতা টুর্ণামেন্টের ফাইনালে অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেন। খেলা শেষে বিজয়ী দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শিশু-কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থাসহ শিক্ষাকার্যক্রম চলমান রাখতে হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (ইউআরসি) রবিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, মাহবুবর রহমান, নাসিম রানা, রেজাউল করিম, রুসাইদা নাছরিন, কৃষ্ণা তরফদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দীন, শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিক্ষক আঃ রাজ্জাক মতিউর রহমান, নান্নু মিয়া, খায়রুল ইসলাম, আবুল কালাম আজাদ, নবাব আলী, দেলোয়ার হোসেন, বিনয় কুমার দাস প্রমুখ।

প্রসঙ্গত, ইউনিয়ন পর্যায়ে বাছাই শেষে উক্ত চূড়ান্ত  টুর্ণামেন্টে ১৩টি বালক দল ও ১৩টি বালিকা দল অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview