Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রিকশা কিনে না দেয়ায় নিজের শরীরে আগুন দিল যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রিকশা কিনে না দেয়ায় নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বরগুনার জাকির হোসেন (১৪) নামে এক যুবক।

রবিবার (২৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে বরগুনার পাথরঘাটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ জাকির স্টেডিয়াম এলাকার শামসুল হক মাঝির ছেলে।

এ বিষয়ে অগ্নিদগ্ধ জাকিরের বড় ভাই ইমাম জানান, জাকির নিজে উপার্জন করার জন্য বেশ কিছুদিন ধরে পরিবারের সহযোগিতা চাচ্ছিলো। তাকে যেন একটি রিকশা কিনে দেয়া হয় এমনই দাবি ছিলো তার। কিন্তু সে হৃদরোগে আক্রান্ত থাকায় পরিবারের কেউ তাকে রিকশা কিনে দিতে রাজি হয়নি। পরিবারের সদস্যরা তাকে একটি দোকান করে দিতে চাচ্ছিল। এতে একদিকে যেমন তার উপার্জন হতো, অন্যদিকে লেখাপড়াও ঠিকভাবে চলতো।

কিন্তু জাকির দোকান দেয়ার বিষয়ে রাজি ছিলো না। সে রিকশা চালাবে বলেই স্থির করেছিল। ফলে রিকশা কিনে না দেয়ায় সে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা হাসপাতালের চিকিৎসক নিতাই কুমার ঘোষ জানান, জাকিরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় পঞ্চাশ ভাগ পুড়ে গেছে।

Bootstrap Image Preview