Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় মেধাবীদের শিক্ষা বৃত্তি এবং প্রবীণদের লাঠি-ছাতি-কমোড বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০৭:২৯ PM
আপডেট: ২২ জুন ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview


নওগাঁর মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ সতীহাট শাখার আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নির্বাচিত ১৫জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি এবং প্রবীণদের মাঝে ২০টি ছাতা, ২০টি লাঠি ও ২০টি কমোড প্রদান করা হয়েছে।

শনিবার (২২জুন) বিকেল সাড়ে ৪টায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রধান কার্যালয়ের অডিট অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল।

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের এরিয়া ম্যানেজার এবং সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী আব্বাছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মান্দা মমিন শাহানা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেওয়ান একরামুল হক বাচ্চু, মান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল, দারাজ তুল্যা প্রামানিক।

ইউপি সদস্য আলেফ উদ্দিন মৃধা, সাবেক ব্যাংকার সাহাদত হোসেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের ইউনিট ম্যানেজার কামাল হোসেন, মাহবুবুল হক, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভুগী ছাত্র/ছাত্রী এবং প্রবীণ জনগোষ্ঠী।

Bootstrap Image Preview