Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যশোরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ডাক্তারসহ আহত ২

বেনাপোল(যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ১১:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাতটার সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া মুড়িরমিল স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শিশু হাসপাতালের ডাক্তার মোস্তফা নূর মোহাম্মদ (৫৫) এবং জুলফার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের প্রতিনিধি রাশেদুজ্জামান(৪৫)।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা একটি ক্লিনিকে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,সাতক্ষীরা হাসপাতালে ডিউটি শেষে প্রতি শুক্রবার বাগআঁচড়ায় শিশু রোগী দেখেন। ঐদিন তিনি রোগী দেখা শেষে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে মুড়িরমিল নামক স্থানে পৌঁছালে যশোরগামী ট্রাক সাতক্ষীরা ট১১-০২৩৪ সাতক্ষীরাগামী মোটরসাইকেলকে মুখোমুখি সংঘর্ষ দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী দুই জন।

আহত দুই মোটরসাইকেল আরোহীকে চিকিৎসা প্রদানকারী ডাক্তার জানান, প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে তবে আঘাত মারাত্মক হওয়ায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

Bootstrap Image Preview