Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

থানা উদ্বোধনের আগেই থানা এলাকায় সংঘর্ষ, নিহত ২ ও আহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের কলকাতার পাশেই একটি থানা উদ্বোধনের ১ ঘণ্টা আগেই থানা এলাকার ২০০ গজের ভেতরে অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সতেরো বছরের কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২০ জুন) কলকাতার পাশেই ভাটপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের প্রধান, প্রধান সচিব ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। এছাড়াও ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় নিহত কিশোরের নাম রামবাবু সাউ। সে ফুচকা বিক্রি করতো। নিহত অপর ব্যক্তির নাম সন্তোষ সাউ। তিনি একটি মিষ্টির দোকানে কাজ করতেন। এছাড়াও ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চারজনেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, ভাটপাড়া থানার উদ্বোধন করতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান ভাটপাড়ায় যাচ্ছিলেন। কিন্তু তিনি পৌঁছানোর ১ ঘণ্টা আগেই হঠাৎ থানা এলাকায় বোমাবাজি শুরু হয়। বোমা নিক্ষেপ ও গুলি চলার পরে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে।

তবে কোনও কোনও সূত্রের দাবি, এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ১৫ থেকে ২০ রাউণ্ড ফাঁকা গুলি চালিয়েছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের নির্বাচনের সময় থেকেই থেকে উত্তপ্ত হয়ে উঠেছে এই অঞ্চল। এ সূত্র ধরেই নির্বাচনের পরে ভাটপাড়ায় বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেবল ভাটপাড়াই নয়, নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকাতেই ভোটের পর সংহিসতা বেড়েছে।

Bootstrap Image Preview