Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ শিক্ষার্থীর হাতে ফলজ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পরিবেশ বান্ধব গাছ তুলে দেন ইউএনও।

এর আগে ‘বায়ূ দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যত গড়ি’ প্রতিপ্রাদ্যে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, কালীগঞ্জ থানার ইন্সপেক্টও (অপারেশন) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও মো. শিবলী সাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ একটি ফলজ গাছের চারা রোপন করেন।

Bootstrap Image Preview