Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দিনাজপুরের মোহনপুর এলাকায় বন্ধুদের নিয়ে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসফিক হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৩টার দিকে বন্ধুদের নিয়ে মোহনপুর এলাকার আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে গিয়ে পিচ্ছিল সিমেন্টের ব্লকে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন তাসফিক হোসেন। পরবর্তীতে, ১৬ ঘণ্টা পর নদীতে নিহতের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

নিহত তাসফিক হোসেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র।

বুধবার (১৯ জুন) পুলিশ লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল খেলার মাঠে নিহতের প্রথম জানাজা সম্পন্ন হয়। এ সময় জানাজা নামাজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তার সহপাঠীসহ আরো অনেকে অংশগ্রহন করেন। তাশফিকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু ও পরিচিতদের মাঝে।

পরবর্তীতে, তাসফিকের লাশ তার চাচার কাছে হস্তান্তর করা হলে, নিহতের লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে জানান তিনি।

তাশফিকের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. আবুল কাসেম।

Bootstrap Image Preview