Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৭:৩১ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানার ইসেবেলা পেট্রোল পাম্পের পাশে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে  ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৫ জন। 

বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রাকের চালক আবু বকর (৪০) ও তার সহকারী মাসুম হাওলাদার (৪২)। তাদের দুইজনের বাড়ী মাদারীপুর সদর উপজেলায়। তারা দুইজনই মাদারীপুর শ্রমিক ইউনিয়নের সদস্য।

এছাড়াও এই দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে  ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৯ জুন) সাড়ে ৩ টার দিকে ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।

ডাসার থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে একজনকে জরুরী অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview