Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রবর্তক মোড় হতে চলেছে 'আইয়ুব বাচ্চু চত্বর'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু গত বছর মস্তিষ্কের রক্তক্ষরণে (স্ট্রোক) না ফেরার দেশে চলে গেছেন। তার নামাজের জানাজায় অংশ নিয়ে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

সেই ঘোষণার অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, তার বিখ্যাত গান রুপালি গিটারের সেই গিটার স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছি। সৌন্দর্যবর্ধনের আওতায় এ স্থাপনা নির্মাণের কাজ চলছে।

গত বছরের ১৮ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কটির সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করে। অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্ট যৌথ উদ্যোগে এ সৌন্দর্যবর্ধনের কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়।

সেই চুক্তির আওতায় কাজ শুরু হলেও আপাতত তা বন্ধ আছে। এই কাজের সাথে সংশ্লিষ্ট একজন বলেন, নিচু এলাকায় পানি জমার আশঙ্কার কারণে প্রবর্তক মোড়ে আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে। এই এলাকার ড্রেনের কাজ সম্প্রসারণ করার পর বাকি অংশের কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, সৌন্দর্যবর্ধনের কাজ অধিকাংশই ইতিমধ্যে শেষ হয়েছে।

প্রসঙ্গত, ‘১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই শিল্পী।

 

Bootstrap Image Preview