Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-উইন্ডিজকে হারিয়ে আজ কি জয় পাবে বৃষ্টি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। এর আগে ৪টি ম্যাচ খেলে প্রথমটিতে জয়, পরের দু’টিতে হার এবং সর্বশেষ ম্যাচটি বৃষ্টির কারনে ড্র হয়েছে বাংলাদেশের।

এবারের বিশ্বকাপে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে মোট ৪টি ম্যাচ। তাই এখানকার আবহাওয়াকেই সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে ভাবছেন সবাই।

স্বাভাবিকভাবেই এদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আজকের বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা। তবে তা খুবই কম বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তাই খেলায় মাঝে মাঝে বৃষ্টি বাগড়া দিলেও খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা নেই।

১৭ জুন টন্টনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচের প্রথম কয়েক ঘণ্টায় (সকাল) ১০-২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উভয় দলই স্বস্তির শ্বাস ফেলতে পারে। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকেলে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে বিবিসির আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আকাশে খানিকটা মেঘ জমে থাকবে। হয়তো বাতাস বইবে ভালোই। কিন্তু সারাদিনে বৃষ্টি পড়ার সম্ভাবনা ৬ থেকে ২১ শতাংশ।

প্রসঙ্গত, ‘পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে উইন্ডিজ। আর অষ্টম স্থানে বাংলাদেশ। উভয়েরই দখলে ৩ পয়েন্ট। দু’দলই এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। ১ জয়, ২ হার ও ১ পরিত্যক্তের স্বাদ পেয়েছে তারা। তবে নেট রান রেটে টাইগারদের চেয়ে এগিয়ে থাকায় টেবিলের ছয়ে ক্যারিবীয়রা।’

বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে  গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

 

Bootstrap Image Preview