Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে সুবিধা পাবে টাইগাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখার লড়াইয়ে আজ সোমবার টনটনে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে উইন্ডিজদের আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশকে সুবিধা দিতে পারে বলে মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

টনটনে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল রবিবার সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ‘তারা (ওয়েস্ট ইন্ডিজ) আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে।

তারা যেমন ক্রিকেট খেলে তাতে তারা ইতিবাচকই থাকবে। মাঝের ওভারগুলোতেও তারা বড় শট খেলে। এটা যেমন ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে।তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি।

তিনি বলেন, ‘আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। শেষ কয়েকটি সিরিজে তাদের বিপক্ষে আমাদের বোলাররা ভালো করেছে। আমাদের ইতিবাচকভাবে শুরু করতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের ভালো বল করতে হবে। সতর্ক থাকতে হবে যেন তারা খুব বেশি রান না করতে পারে।

তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শক্তিশালী। ওয়ানডে ক্রিকেটে সফল হলে বিপদ। ওরা টি-টোয়েন্টি মেজাজে খেলে। আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে। তারা যদি প্রচুর শট খেলে তা হলে আমাদের সুযোগও আসবে।

তাদের বোলিং অ্যাটাক আমরা খেলেছি। সফল হলেও আমরা রিল্যাক্স নই। কথাটি মাথায় রেখে এগিয়ে যেতে হবে। ওরা যেন সিরিয়াস ড্যামেজ না করতে পারে, সেটি খেয়াল রাখতে হবে।

এ ছাড়া উইন্ডিজদের আক্রমণাত্মক ক্রিকেট খেলা নিয়ে দলের বোলারদের সতর্ক করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘যারা তাদের বিপক্ষে খেলে তারা চিন্তা করে তাদের কীভাবে ব্যালেন্স করতে পারবে।

তারা সবসময় টি-টুয়েন্টি ব্র্যান্ডের ক্রিকেট খেলে এবং এটা তারা ভালো পারে। তারা যদি সফল হয় তাহলে বোলারদের কাজ কঠিন হয়ে যাবে।

বাংলাদেশের ৪ ম্যাচ থেকে ৩ পয়েন্ট এসেছে। হাতে এখন ৫ ম্যাচ রয়েছে। শুধু বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজও ৪ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে। দুটি দলের জন্যই এই ম্যাচটি বিশ্বকাপে টিকে থাকার। এই ম্যাচে হেরে বসলে বিশ্বকাপের সেমিফাইনালের আশা মলিন হয়ে যাবে বাংলাদেশের।

 

Bootstrap Image Preview