Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারকে জাতিসংঘের হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০২:২০ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারকে হুমকি দিল জাতিসংঘ। এবার তাদেরকে দেওয়া সহায়তা প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে সংস্থাটি।

দেশটিতে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের জাতিবিদ্বেষী নীতির কারণেই এমন হুমকি দেওয়া হয়েছে। ইতোমধ্যে মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নাট ওস্টবি দেশটির সরকারকে চিঠি দিয়ে এই বার্তা জানিয়ে দিয়েছেন।

চিঠির বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যেসব রোহিঙ্গা অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয় তাদের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন না এলে ত্রাণ সহায়তা বন্ধ করে দেবে জাতিসংঘ এবং তাদের মানবাধিকার অংশীদাররা।

এতে বলা হয়, সাত বছর আগে রাখাইনে সহিংসতা শুরুর পর বাস্তুচ্যুত হয়ে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের জন্য স্থাপন করা হয় আইডিপি ক্যাম্প। তখন থেকেই এই ক্যাম্পে সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ।

এছাড়া ২০১৭ সালের আগস্টে নতুন করে সহিংসতা শুরু হলে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে এখনও বহু রোহিঙ্গা রাখাইনের আইডিপি ক্যাম্পেই আছে। ৬ জুনের ওই চিঠিতে বলা হয়েছে, মৌলিক অধিকার ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত হলেই এখন থেকে সহায়তা দেওয়া হবে।

Bootstrap Image Preview