Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দাম বাড়বে আমদানি করা স্মার্টফোনের, কমবে ফিচার ফোনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে দাম বাড়বে আমদানি করা স্মার্টফোনের। তবে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে কিছু যন্ত্রাংশের আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে দাম কমতে পারে ফিচার ফোনের।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এসব প্রস্তাব করা হয়।

ফিচার ফোন ও স্মার্টফোনের ক্ষেত্রে বর্তমানে ১০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য রয়েছে। এরমধ্যে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেট বক্তৃতায়। তবে ফিচার ফোনের আমদানি শুল্ক অপরিবর্তিত থাকছে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়, আইসিটি খাতের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনে রেয়াতি সুবিধা দেওয়ায় স্থানীয় পর্যায়ে ৫-৬টি সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ খাতে বিদ্যমান সুবিধা অব্যাহত রেখে সেলুলার ফোন উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশের আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হচ্ছে। ফিচার ফোন কম দামের বলে নিম্নবিত্ত শ্রেণির মানুষ ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহার করে উচ্চবিত্তরা। তাই স্মার্টফোনে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

Bootstrap Image Preview