Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, সেপ্টেম্বার ২০২০ | ১২ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

অসুস্থ রিজভীকে দেখতে নয়াপল্টনে মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন। এ সময় মহাসচিব রিজভীর পাশে বসেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

গত এক বছর ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা নয়াপল্টন কার্যালয়ে থাকলেও গত তিন দিন ধরে অসুস্থ হয়ে পড়েছেন। সেখানেই তাকে স্যালাইন দেয়া হচ্ছে। দলের চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন।

রিজভী বিএনপির অন্যতম মুখপাত্র। তিনি দলের দু:সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলীয় বার্তা নেতাকর্মীদের কাছে তুলে ধরেন। সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকরা এসে তাকে স্যালাইন দেন।

মহাসচিব বুধবার নয়াপল্টন কার্যালয় গেলে তার সঙ্গে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

Bootstrap Image Preview