Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ১২ জুন ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকা ফ্রাইবাগ শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

গত রবিবার (৯জুন)ফ্রাইবাগ শহরের কিসমত কমিউনিটি হলে ইসলামিক ফোরাম আফ্রিকা ও স্থানীয় বাংলাদেশিদের উদ্যোগে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

আই এফ এ অঞ্চল সভাপতি বানীয়ামিনের সভাপতিত্বে ও অঞ্চল সেক্রেটারি কাজী বুরহান উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে রমজান উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০১৯ এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রেঁনেসা শিল্পগোষ্ঠী, দক্ষিণ আফ্রিকার পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফএ সেন্ট্রাল মনিটরিং সেলের ভারপ্রাপ্ত ইনচার্জ মু. আলী আকবর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেন্ট্রাল মনিটরিং সেলের মেম্বার শাহাদাত হোসাইন। অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন আইএফএ সেন্ট্রাল মনিটরিং সেলের মেম্বার ইব্রাহীম আহমেদ, সেলের মেম্বার ও রাস্ট্রেনবার্গ প্রভিন্সের প্রেসিডেন্ট কাজী আব্দুল হান্নান, ফ্রি স্টেট প্রভিন্স প্রেসিডেন্ট হাফেজ আবুল হাসান অপু, ইন্ডিয়ান কমিউনিটি লিডার নাইম গৌড়। আরো উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের অর্থ সম্পাদক আব্দুল মতিন, ফ্রাইবার্গ মসজিদের খতিব শেখ ফুয়াদ, মোহাম্মদ জাবেদ, বাংলাটিভি দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি মোহাম্মদ হিমেল, বিডি মর্নিং দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম রনি। উপস্থিত ছিলেন ফোরামের সদস্য শরীফ উদ্দিন, আশফাকুজ্জামান দিপু, তৌহিদুল ইসলাম বিপন। ফ্রাইবার্গ অঞ্চলের সেক্রেটারিয়েট সদস্য সাইফুল ইসলাম, মোঃ আসলাম, নিজাম উদ্দিন, আলী আকবর, জামাল মন্ডল, মাফেকিং শহর সভাপতি মোহাম্মদ আব্দুর রাহিম, প্রমুখ।

Bootstrap Image Preview