Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মমতার মাথার দাম ১ কোটি টাকা!‌

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতে দ্বিতীয় দফা ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার ভাঙার চক্রান্ত করছে বিজেপি। সোমবার এই অভিযোগ তুলেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে আরও একটা মারাত্মক ঘটনা সামনে এসেছে যা গোটা রাজ্যের জাতীয় রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে খুন করার ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার মাথার দাম ধরা হয়েছে ১ কোটি টাকা। মমতাকে হত্যার জন্য ওই ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে একটি চিঠি এসেছে তৃণমূল সাংসদের কাছে। তাকে খুন করার ছক কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এই চিঠি পাওয়ার পর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘‌এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর শব্দ উল্লেখ করা ছিল।’‌

এই চিঠির সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবিও ছিল। নিচে নাম লেখা ছিল রাজবীর কিল্লা। একটি মোবাইল নম্বরও তার পাশে দেওয়া আছে। সেই চিঠি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

এই বিষয়ে শ্রীরামপুরের পুলিশ কর্মকর্তা অম্লান ঘোষ বলেন, ‘‌আমরা অভিযোগ পেয়েছি এবং তা খতিয়ে দেখছি। কে এই চিঠি পাঠিয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে।’‌

তবে এবারই প্রথম নয় আগেও মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে চিঠি এসেছিল।

উল্লেখ্য, মমতা বন্দ্যেপাধ্যায় কিছুদিন আগে এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দাবি করেছিলেন, যে কোনও দিন তাকে খুন করা হতে পারে। তাকে মারতে সুপারি কিলার নিয়োগও করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেছিলেন, ‘‌আমাকে খুন করে বলা হতে পারে এটা একটি দুর্ঘটনা। আমি তাদের বলতে চাই মৃত্যুকে আমি ভয় পাই না।’‌

সূত্র: আজকাল

Bootstrap Image Preview