Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে বস্তা না থাকায়  ধান সংগ্রহের কার্যক্রম বন্ধ

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি খাদ্যগুদামে বস্তা সরবরাহ না থাকার কারনে চলতি ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ আছে।  

গত ২১ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে ধান সংগ্রহ অভিযানের কার্যক্রম আনুষ্ঠাণিক  ভাবে উদ্বোধন করেন। গুদামে বস্তা না থাকায় উদ্বোধনের মাত্র  ৯ দিনের মাথায় এ কার্যক্রম বন্ধ হয়।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আ: রশিদ জানান, শ্রমিকদের ধর্মঘটের কারনে মিল থেকে বস্তা না আসায় গুদামে ধান সংগ্রহ সাময়িক বন্ধ আছে। তবে বৃহস্পতিবার (৩০ মে)  উপজেলা মিটিংয়ে এই নিয়ে আলোচনা হয়েছে যে, বিকল্প কোন পদ্ধতিতে ধান কেনা হবে।  

তিঁনি আরো বলেন, বস্তা দু-এক দিনের মধ্যে গুদামে আসতে পারে। বস্তা এলেই ঈদ পর থেকে ধান কেনা হবে।

এ বছর উপজেলায় বরাদ্দকৃত ৫৭৪ মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি দরে কেনা হবে। তাছাড়া একজন কৃষক ১০০  কেজি থেকে সর্বোচ্চ  ৩ হাজার কেজি পর্যন্ত ধান বিক্রয় করতে পারবে।  

উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না বলেন, আমরা উপজেলা প্রশাসন ঈদের পর থেকে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কৃষকদের থেকে ধান সংগ্রহ করব। যাতে করে কোন অনিয়ম না হয়।  

এদিকে উপজেলার প্রান্তিক কৃষকরা জানান, এখন পযর্ন্ত উপজেলায় প্রায় ৮০% ধান কাটা-মাড়াই শেষ। ঈদের পরে যদি কৃষকের ঘরে ধান না থাকে তাহলে ধান কিনবে কিভাবে?

Bootstrap Image Preview