Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতি, অস্ত্রসহ গ্রেফতার ৩

শামীম খান, মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


মাগুরার শ্রীপুরের মাশালিয়া গ্রামে পুলিশ পরিচয়ে একই রাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা ডিবি পুলিশ।

বুধবার (২৯ মে) গভীর রাতে রাজবাড়ির পাংশা থেকে গোপন অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় যুক্ত থাকা ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি শুটার গান, ১টি রাম দা, ১টি মোবাইল ফোন ও ১টি গুলি উদ্ধার হয়।

গ্রেফতারকৃত ডাকাত দলের ৩ সদস্য হলো- বাজবাড়ী জেলার পাংশা থানার লোহাবাড়িয়া গ্রামের সেলিম হোসেন (২৫), একই থানার গাংধাইল গ্রামের আজিম আহমেদ (৩০) ও কুষ্টিয়া জেলার চরবালিয়াপাড়া গ্রামের চান্দু মিয়া (৫০)।

এ বিষয়ে মাগুরা ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, গত  ১ মে রাতে মাগুরার শ্রীপুরের মাশালিয়া গ্রামে একই রাতে ৩ বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়। এ ঘটনায় ভুক্তভোগিরা মাগুরার শ্রীপুর থানায় মামলা করেন। মামলার সুত্র ধরেই বুধবার গভীর রাতে মাগুরা ডিবি পুলিশের গোপন অভিযানে রাজবাড়ির পাংশা থেকে ওই ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সেলিম ও আজিমকে আটক করা হয়। পরে এ দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী মাগুরা শ্রীপুরের লাঙ্গলবাধ এলাকা থেকে চান্দু ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় ডাকাতি ও  ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা পুলিশর কাছে ডাকাতির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

 প্রসঙ্গত, মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে গত ১ মে গভীর রাতে পুলিশ পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী প্রশান্ত বিশ্বাস, সুনীল বিশ্বাস ও সনৎ বিশ্বাসের বাড়িতে ডাকাতি হয়।

এ সময় ডাকাতদল ৩ বাড়ি থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ১৮ ভরি সোনা ও ১০ টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। এছাড়া ডাকাতদলের হামলায় আহত হন ব্যবসায়ী সনৎ কুমার বিশ্বাস (৬০) ও তার স্ত্রী সম্পা রানী বিশ্বাস (৫৫)। পরে ভুক্তভোগিরা এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

Bootstrap Image Preview