Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে হতাহতদের ৭০ হাজার ডলার দিলেন ‘ডিম বালক’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ২৯ মে ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রায় ৭০ হাজার ডলার দিয়েছেন ডিম বালক হিসেবে খ্যাতি পাওয়া অস্ট্রেলীয় কিশোর উইলি কনোলি। 

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে কনোলি জানিয়েছেন, আদালতে আইনি লড়াইয়ের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে আসা ৯৯ হাজার ৯২২ অস্ট্রেলীয় ডলার ক্রাইস্টচার্চ হতাহতদের জন্য দান করে দেবেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনোলি লিখেছেন, ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞে ক্ষতিগ্রস্তদের কিছুটা পরিত্রাণ দেয়ার জন্য আমি সব টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এসব টাকা আমার না।

ওই শোচনীয় ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি, এটি যেন আপনাদের কিছুটা পরিত্রাণ দেয় মনেপ্রাণে সেই কামনা করছি আমি।

অভিবাসী মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ভেঙে বিশ্বব্যাপী ‘ডিম বালক’ হিসেবে খ্যাতি পান ১৭ বছর বয়সী উইলি কনোলি।

ওই ঘটনায় পুলিশ তাকে আটক করে। তার আইনি লড়াইয়ে সহায়তায় তহবিল গঠনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ আসে। তবে আদালত তাকে সতর্ক করে ছেড়ে দেয়। ফলে সেই অর্থ আর তার প্রয়োজন হয়নি। এখন সেই অর্থ তিনি ওই হতাহতদের জন্য ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে হামলায় ৫১ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হন।

Bootstrap Image Preview