Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে লটারির মাধ্যমে চাষী নির্বাচন 

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


নওগাঁর আত্রাইয়ে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (গম ও ধান) সংগ্রহ কর্মসূচীর অংশ হিসেবে লটারির মাধ্যমে চাষী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সভাপতিত্বে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় চত্বরে চাষী নির্বাচনের জন্য উন্মুক্ত লটারির ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ মোর্শেদ মিশু, উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, ১নং শাহাগোলা ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম বাবু, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং  সাংবাদিকসহ বেশ কিছু চাষি।

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় বোরো সংগ্রহ ২০১৮-২০১৯ মৌসুমে অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৬১৭ মেট্রিক টন খাদ্যশস্য ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ সময় তালিকাভুক্ত চাষীদের মধ্যে লটারির মাধ্যমে ৫১ জনের নাম নির্বাচন করা হয়।
 

Bootstrap Image Preview