Bootstrap Image Preview
ঢাকা, ২৩ সোমবার, নভেম্বার ২০২০ | ৯ অগ্রহায়ণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মান্দায় সড়ক দুর্ঘটনায় আদিবাসী বৃদ্ধার মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৫:২০ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৫:২০ PM

bdmorning Image Preview


নওগাঁর মান্দা উপজেলার ঘাটকৈর এলাকায় সড়ক দুর্ঘটনায় মুংলি নামের এক আদিবাসী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) সকাল ৯টার দিকে মান্দা-নিয়ামাতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার দেলুয়াবাড়ি আদিবাসী পাড়ার দশর পাহানের স্ত্রী।

জানা যায়, জীবিত থাকাকালে মুংলি অন্যের সাহায্য-সহযোগিতায় জীবিকা নির্বাহ করতো। আজ সকালে জামাইয়ের বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তবে প্রত্যক্ষদর্শী না থাকায় চাপা দেয়া গাড়িটি বাস-ট্রাক নাকি অন্যকিছু তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, মান্দা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview