Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সালথায় নিরাপদ প্রসব নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৯:০৬ PM

bdmorning Image Preview


'ছেলে হোক মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট' এই শ্লোগানকে সামনে রেখে ফরিপুরের সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদফতর ঢাকার আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) ব্রজগোপাল ভৌমিক, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ এনামুল হক, পরিবার পরিকল্পনা জেলার উপ-পরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ নাহিদা পারভীন রেশমা ও  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাসসহ প্রমুখ। 

কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ৭ দিনেই ২৪ ঘণ্টা নিরাপদ প্রসব নিশ্চিতকরণের বিষয়টি উপস্থাপনা করেন- ঢাকা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ডাঃ তৃপ্তি বালা।  

Bootstrap Image Preview