Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় মন্দিরের মূর্তি ভাংচুর, থানায় মামলা

আবু নাসের হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় দূর্গা মন্দিরের মূর্তি ও কালী মন্দিরের বিদ্যু বোর্ডে ভাংচুর করায় একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৬ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সালথা সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটি জানিয়েছেন, রবিবার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রব তালুকদারের ছেলে নুর ইসলাম তালুকদার সালথা সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের স্বরসতী মূর্তি ও কালী মন্দিরের বিদ্যুৎ বোর্ডে ভাংচুর করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।

ঘটনাটি পুলিশকে জানানো হলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এঘটনায় সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক পল্লব সাহা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা করেছেন।    

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, মন্দিরের মূর্তি ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।   

 

 

 

Bootstrap Image Preview