Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দাবানল নিভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০২:২২ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


দাবানল নিয়ন্ত্রণে কাজের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই সময় নিহত হয়েছেন ৬জন। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ কেরেতারোর বনে।

শুক্রবারের (২৪ মে) এ ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ জনই দেশটির নৌবাহিনীর ক্রু ও অপরজন দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কমিশনের একজন পরিদর্শক।

মেক্সিকোর নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ পরিষ্কার হয়নি।

মধ্যাঞ্চলীয় প্রদেশ কেরেতারোর বনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযানে অংশ নিচ্ছিল এমআই-১৭ হেলিকপ্টারটি। এরই এক পর্যায়ে হেলিকপ্টারটি জালপান দে সিয়েরা শহর থেকে প্রায় ৮৯ কিলোমিটার উত্তরে বিধ্বস্ত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী।

প্রতিকূল আবহাওয়ার কারণে ওই দিন রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার ভোরে উদ্ধাকারী দল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।

Bootstrap Image Preview