Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করছে শেখ হাসিনা: বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষদের মধ্যে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগাতে অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করছে। তাছাড়া তিনি গরিব, দু:খি এতিমদের প্রতিও সহানুভূতিশীল।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের 'রূপসী বাংলা' গ্রান্ড বল রুমে 'এতিম ও কর্মচারীদের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এতিমদের অভিভাবক। তিনি সর্বদা এতিম ও দু:খি মানুষদের পাশে থাকেন। তাদের কাজে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে এতিমদের পিছনে রাখা যাবে না। কেননা এতিমরা আমাদেরই সন্তান।এদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। 

বক্তব্য শেষে দোয়া মোনাজাত, ইফতার মাহফিল ও রাতের খাবারের মাধ্যমে কার্যক্রম শেষ করা হয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। 

এছাড়াও দেশ বরেণ্য ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক, এতিম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারীবৃন্দরাও ইফতারে অং‍শ নেন।   

এ ইফতার মাহফিলের আয়োজন করে, 'ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, হোটেল কর্তৃপক্ষ ও বাং‍লাদেশ সার্ভিসেস লিমিটেড।    

Bootstrap Image Preview