Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শনিবার ‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামীকাল শনিবার (২৫ মে) উদ্বোধন হতে যাচ্ছে ‘পঞ্চগড় এক্সপ্রেস’। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়ের রেলওয়ে স্টেশন ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেশনটির নতুন নাম রাখা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল রেলওয়ে স্টেশন’। পঞ্চগড়বাসী নতুন এই ট্রেনটি পেয়ে খুশি। এ জন্য তারা সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন।

পঞ্চগড়বাসী বলছেন, ট্রেনটির ফলে তারা অনেক উপকৃত হবেন। ব্যবসা-বাণিজ্যে অনেক অগ্রগতি হবে। এছাড়াও জেলার বিশিষ্টজনেরা বলছেন, এই ট্রেন চালু হওয়ার কারণে পঞ্চগড়ের প্রতি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ বাড়বে।

রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছেন, পঞ্চগড় এক্সপ্রেস ৪টি স্টেশন যাত্রাবিরতি করবে। ঠাকুরগাঁও, দিনাজপুর,পার্বতিপুর এবং বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করেই ট্রেনটি বিরতিহীন চলাচল করবে। ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর ১২ টা ১০ মিনিটে; পঞ্চগড় পৌঁছাবে রাত ১০ টা ৪৫ মিনিটে।

অন্যদিকে, পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর ১২টা ১৫ মিনিটে। এটি ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে। প্রায় ১০০০ জন যাত্রীর জন্য এই ট্রেনে রয়েছে বিশেষ সুবিধা। ৩০ শতাংশ পঞ্চগড়, ২৫ শতাংশ ঠাকুরগাঁও, দিনাজপুরের জন্য ৩০ এবং পার্বতিপুরের জন্য ১৫ শতাংশ টিকেট বরাদ্দ দেয়া হয়েছে। তবে ভাড়া অন্যান্য ট্রেনের মতোই নেয়া হবে।

Bootstrap Image Preview